বিবিধ

কাউনিয়ায় শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা

  এস এম রাফি ১৯ জুন ২০২৩ , ১২:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের একমাত্র নারী শিক্ষার বিদ্যাপীঠ শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, ১৯৭১ সালে মাহান মক্তিযুদ্ধের স্মৃতি বিজরীত ইউনিয়ন টিতে নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য এই বিদ্যালয়টি সুনামের সহিত পাঠদান চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নতুন পাঠ্যক্রম অনুসারে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঙ্গদ চন্দ্র বর্মন জানান আমাদের এই প্রাক মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছি যেখানে মেধাবী এবং কম মেধাবী শিক্ষার্থী রয়েছে যার ফলে তাদের মাঝে একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এবং একে অপরের সাহায্য নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।
শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গত ৬জুন থেকে মূল্যায়ন পরীক্ষা শুরু করেছি। স্কুল বন্ধ থাকার কথা থাকলেও মন্ত্রাণালয়ের নির্দেশনা মোতাবেক ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি আমরা। তিনি আরো জানান আমরা সবসময় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেরা মানের পাঠদান দিয়ে থাকি, যাতে আমরা অন্যান্য বিদ্যালয় থেকে একটু ব্যতিক্রম হতে পারি। বিগত দিনে আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল আমরা এই ধারাবাহিকতাকে ধরে রাখতে শিক্ষার পাশাপাশি অন্যান্য কারিকুলামের উপরেও তাদের মূল্যায়ন নিয়ে থাকি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহাফুজ জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান কে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নেয়ার নির্দেশান দেয়া হয়েছে। শহীবাগ বালিকা উচ্চ বিদ্যালয় সবসময়ই একটু ব্যাতিক্রম তারা শিক্ষার পাশাপাশি তাদের শিক্ষার্থীরে নানা ধরণের কারিকুলামের সাথে মেলবন্ধন করে পাঠদান করান।