বিবিধ

কাউনিয়ার শহীদবাগে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

  এস এম রাফি ১৯ জুন ২০২৩ , ৭:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-কাউনিয়ায় এলডিডিপি প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে, শহীদবাগ ইউনিয়নে খোর্দ্দভুতছারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার আনুষ্ঠানিক ভাবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়।স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ হান্নান, বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ভেডেনারী সার্জন ডাঃ শাকিল আহমদ, সহকারী শিক্ষা অফিসার আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাজুর রহমান প্রমূখ। আলোচনা শেষে শিক্ষার্থদের দুধ খাওয়ানোর মাধ্যমে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়। বিদ্যালয় চলা কালিন প্রতি দিন ২০৪ জন শিক্ষার্থীকে ২০০ মিলি করে প্যাকেট দুধ খাওয়ান হবে। সারাদেশে ২য় ধাপে ২৫০টির বিদ্যালয়ে এই পকল্পের পাইলটিং চলছে তারই ধারাবাহিকতায় কাউনিয়ায় খোর্দ্দভুতছারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়।