বিবিধ

কাউনিয়ায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

  এস এম রাফি ২২ জুন ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- পুলিশেই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান কে সামনে রেখে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে কাউনিয়া মহিলা কলেজ হল রুমে বৃহস্পতিবার বিকালে বিকালে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কাউনিয়া থানা অফিসার ইনিচার্জ মোন্তাছের বিল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল রংপুর সি সার্কেল হোসেন মোহাম্মদ আবু রায়হান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, জেলা পুলিশ কমিউনিটির সভাপতি অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, কমিউনিটি পুলিশিং ইউনিট রংপুর সহ সাধারন সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম দুলাল,কমিউনিটি পুলিশিং ইউনিট রংপুর মহিলা বিষয়ক সম্পাদক মনজুর শ্রী সাহা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জমশের আলী, কাউনিয়া কলেজর অধ্যক্ষ ফারুক আজম, প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন। এস আই বুলবুল ও রংপুর বেতার উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু প্রমূখ। এ সময় আইন-শৃংলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।