এস এম রাফি ২৫ জুন ২০২৩ , ৫:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে উন্নয়নমূলক সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এক্্রটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড (ইসিসিসিপি-ফ্লাড) প্রজেক্ট জিসিএফ ও পিকেএসপি কর্তৃক অর্থায়িত “বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ” করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রৌমারী ইসিসিসিপি-ফ্লাড প্রকল্প অফিসে ৬৯৭টি কৃষি পরিবারের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বন্যা সহিংস ব্রি-৫২ আমন ধানের বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, রৌমারী উপজেলা কৃষি অফিসার কাইউম চৌধুরী, রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও রৌমারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এলাহী শাহ্রিয়ার নাজিম।
এছাড়াও প্রজেক্ট কো অর্ডিনেটর হারুন অর রশিদ জানান, ১৭৭৪টি পরিবারের বসত ভিটা উঁচুকরণ, ৫১৪টি স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ, বন্যা সহিংস ১১৯টি টিউবওয়েল, ১১১০টি ছাগল ছানা, উচ্চ ফলনশীল কৃষি প্রযুক্তি ২৩৪৩টি পরিবারে ৩১৫৭জন সদস্যকে বিভিন্ন প্রকার ট্রেনিং প্রদান করা হয়।