এস এম রাফি ৬ জুলাই ২০২৩ , ৫:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি বাংলাদেশঃ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস (ট্যাব)শিক্ষা উপকরণ হিসেবে কাউনিয়ার সরকারি ও এমপিও ভূক্ত ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে বিতরণ করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক,এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম,উপজেলা সহকারী প্রোগ্রামার মৃতঞ্জয় সেন,পরিসংখ্যান তদন্তকারী মুকছিদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। উপজেলার ২১০ জন মেধাবী শিক্ষার্থীকে ডিজিটাল ডিভাইস (ট্যাবলেট) বিতরণ করা হয়।