এস এম রাফি ১৮ জুলাই ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপরে উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ হলরুমে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি , আলু ১ কেজি, ডাল ১ কেজি, ওর স্যালাইন ৪ টি, পানি বিশুদ্ধকরন ট্যাবলের ১ পাতা, বদনা/জগ ১ টি, গামছা ১ টি, সেন্ডেল ১ জোড়া, মগ ১টি, পানির জেরিকেন ১ টি। কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আসলাম হোসেন সওদাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান। এসময় ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ এলাকার সূধী মহল উপস্থিত ছিলেন।