এস এম রাফি ৭ আগস্ট ২০২৩ , ৬:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দেশীয় ফাস্ট জেনারেশনের বৃহত্তম ব্যাংক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেষ্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক পিএলসি (আইএফআইসি)’র রংপুর শাখার অধীনে কুড়িগ্রামের চিলমারীতে ৩৫তম উপশাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর, চিলমারী মডেল থানা চত্ত্বর, শিশু কানন বিদ্যানিকেতন ও থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসার মাঠে ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেছুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের চিলমারী উপশাখার ইনচার্জ আসিফ আহমেদ আকন্দ প্রমূখ।