এস এম রাফি ৯ আগস্ট ২০২৩ , ২:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৯ আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধনের পর সকাল সাড়ে ১০ টায় উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ,সহকারী ভূমি কমিশনার মলিহা খানম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন,মৎস অফিসার রায়হান উদ্দিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা,সাধারণ সম্পাদক আহমেদ আলী পোদ্দার,ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হাছেন আলী, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু,কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ সুবিধাভোগীগণ।