খেলা

মাঠে বসে মেসির খেলা দেখতে গুণতে হবে ১৩ লাখ টাকা

  এস এম রাফি ১৯ আগস্ট ২০২৩ , ১১:০৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে রোববার (২০ আগস্ট) ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।

একে তো মায়ামি প্রথমবারের মতো নাম লিখিয়েছে ফাইনালে, তার ওপর মেসির বিপুল জনপ্রিয়তা। সবমিলিয়ে স্বভাবতই লিগস কাপের ফাইনালের ম্যাচটির টিকিটের চাহিদা থাকবে সেটি আগে থেকেই অনুমেয়। আর হয়েছেও সেটি।

ঐতিহাসিক এই ম্যাচের টিকিটের বিপুল চাহিদার কারণে তার দাম রীতিমতো আকাশ ছুঁয়েছে। মাঠে বসে ইন্টার মায়ামির ফাইনাল ম্যাচটি দেখতে হলে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের গুণতে হবে সর্বনিম্ন ৫২ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্য ১৩ লাখ টাকারও বেশি। আর এমন মূল্যে যুক্তরাস্ট্রের ফুটবল কর্তারা হয়েছেন প্রচণ্ড বিস্মিত।

শুরুতে দুই ক্লাবের সদস্যদের জন্য টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। ক্লাব সদস্যরা বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত টিকিট কিনতে পেরেছেন। এরপর সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় টিকিট বিক্রির কার্যক্রম।

জিয়োডিস পার্ক স্টেডিয়াম ও স্থানীয় টিকিট বিক্রির প্ল্যাটফর্মগুলোর দেয়া তথ্য মতে ম্যাচের দুই দিন আগেই বিক্রি হয়ে যায় সকল টিকিট। যারা টিকিট কিনতে পারেননি তারা এখন কালোবাজারে টিকিট খুঁজছেন।

কালোবাজারে ফাইনালের টিকিটের সর্বিনিম্ন দাম হাঁকানো হচ্ছে ৯০- ১ লাখ টাকা। সেই টিকিট কিনতেও মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এই চাহিদা যে শুধু মেসির জন্য সেটি কারো অজানা নয়। মায়ামির হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৯টি গোল করেছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। মায়ামির সমর্থকদের আশা ফাইনালেও নিরাশ করবেন না আর্জেন্টিনার মেসি। সকলেরই আশা বিশ্বকাপজয়ী এই তারকা মায়ামিকে এনে দেবেন প্রথম শিরোপা। গড়বেন ইতিহাস।

আর সেই ইতিহাসের সাক্ষী হতেই ৩০ হাজার দর্শক কাল উপস্থিত থাকবেন জিয়োডিস পার্ক স্টেডিয়ামে।