কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু’টি অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩২ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স তবকপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় মোস্তফা সরকার ওরফে মোস্ত (২৮)কে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও অটোরিকশাটি সহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি মোস্তফা বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকার আশেক আলী ওরফে মঞ্জু মিয়ার পুত্র।
অপর এক অভিযানে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স উলিপুর পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণে রিয়াজুল ইসলামের বন্ধ দোকান ঘরের ভিতর থেকে নারিকেল বাড়ী গ্রামের নুর ইসলামের পুত্র রিয়াজুল ইসলাম (২৮), মোস্তফা মিয়ার পুত্র রওশন মিয়া (৩৩), হায়াৎখা গ্রামের মনিরুজ্জামানের পুত্র এনামুল হক (৩০) ও মফিজল হকের পুত্র বাবলু সরদার (২৩)কে ১৩২পিস ইয়াবাসহ ও ৩টি চাকুসহ গ্রেফতার করা হয়।
রোববার(২০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।