আন্তর্জাতিক

চাঁদের পিঠে আছড়ে পড়েছে রুশ মহাকাশযান

  এস এম রাফি ২০ আগস্ট ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাশিয়া বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম চাঁদে কোনো মিশন পাঠিয়েছিল। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের পিঠেই আছড়ে পড়েছে মহাকাশযান ‘লুনা-২৫’। মহাকাশযানটি ওখানে ভেঙে চুরমার হয়ে গেছে। তবে এতে কোনও মানুষ ছিল না।

রবিবার ( ২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় দেশটির মহাকাশযান লুনা-২৫-এর চাঁদের সঙ্গে সংঘর্ষ হওয়ার বিষয়টি জানিয়েছে। প্রতিষ্ঠানটি বার্তায় বলেছে, ‘প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গেছে, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে। ’

 

কঙ্গনার প্রশংসায় সালমানের সাবেক প্রেমিকা

এর আগে গত শনিবার রোসকসমস জানিয়েছিল চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫-এ একটি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে ঠিক কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে রোসকসমস বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে অন্য একটি মহাকাশ গবেষণার বরাত দিয়ে জানানো হয় রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’ চন্দ্রপৃষ্ঠে ধাক্কা লেগে ভেঙে গেছে। মহাকাশ যানটির ঘূর্ণন গতির গাণিতিক হিসাবে সমস্যা থাকায় এটি চাঁদের পিঠের সঙ্গে টক্কর খায় এবং অকেজো হয়ে ভেঙে পড়ে।

প্রসঙ্গত, চাঁদের ঘূর্ণন গতি ৩৬৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় (২২৮৭ মাইল )। এটি প্রতি ২৭.৩২১ দিনে পৃথিবীর চারদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে।