এস এম রাফি ২১ আগস্ট ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সোনার বাংলাদেশে প্রতিটি গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ শহরের মত সব ধরনের সুযোগ সুবিধা পাবেন রাস্তা পাকা হয়েছে আরো রাস্তা পাকা করা হবে,ইফাদ প্রভাতী প্রকল্পের আওতায় নির্মিত এভবনে বন্যার সময় সাধারণ মানুষ আশ্রয় নিতে পারবেন শিক্ষার্থীরা পড়ালেখার সুবিধা পাবে এলজিইডি’র প্রধান প্রকৌশলী শেখ মোঃ মহসিন দাতা সংস্থা ইফাদ এর প্রভাতী প্রকল্পের আওতায় ও এলজিইডির তত্ত্বাবধানে পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের (বন্যা আশ্রয় কেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাউনিয়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাতা সংস্থা ইফাদ এর ভাইস প্রেসিডেন্ট ড. ডোনাল্ড ফ্রেন্স ব্রাউন সিবিই, রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোঃ তৌফিক এলাহী, রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান আলী, কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলতাব হোসেন, পল্লীমারী সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী খোকন,শিক্ষিকা বেবি খানম প্রমূখ।
পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন টি ২ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে দাতা সংস্থা ইফাদ প্রভাতী প্রকল্পের অর্থায়ণে নির্মাণ করা হয়েছে। যা এলাকায় বন্যার সময় বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এ ভবনে কমিউনিটি ক্লিনিক, আইসোলেশন ইউনিট,রান্নাঘর,শ্রেণি কক্ষ,শিক্ষক কক্ষ,শৌচাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে।