সারাদেশ

অযত্ন-অবহেলায় নষ্টের পথে দেড় কোটি টাকার অ্যাম্বুলেন্স

  এস এম রাফি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট সদর হাসপাতালের বাইরে প্রায় দুই বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের লাইফ সাপোর্ট সুবিধা যুক্ত বিশেষায়িত একটি অ্যাম্বুলেন্স। অযত্ম আর অবহেলায় এটি এখন নষ্টের পথে। চুরি হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে এসে বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেন। ২০২১ সালের ২২ ডিসেম্বর লালমনিরহাট পৌরসভাকে সেখান থেকে একটি অত্যাধুনিক বিশেষায়িত অ্যাম্বুলেন্স ওই হাসপাতালকে হস্তান্তর করা হয়।

এদিকে ভারত সরকারের উপহার পাওয়া পৌরসভার অ্যাম্বুলেন্সটি পৌর মেয়র ড্রাইভার নিয়োগ দিয়ে সচল রেখে সেবা দিচ্ছেন। আর হাসপাতালের অ্যাম্বুলেন্সটি কর্তৃপক্ষের উদাসিনতা ও অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রাংশ।

হাসপাতালের কয়েকজন কর্মচারী বলেন, অ্যাম্বুলেন্সটি পরিত্যাক্ত অবস্থায় থাকায় ভিতরের যন্ত্রপাতি অসাধু কর্মচারীরা খুলে বিক্রি করে ফেলেছে। লাইফ সাপোর্ট এম্বুলেন্সটির সেবা চালু করার দাবী জানান স্থানীয়রা।

পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, অ্যাম্বুলেন্সটি এভাবে অযন্তে অবহেলায় হাসপাতাল কর্তৃপক্ষ ফেলে রেখেছে, যা দুঃখজনক! হাসপাতালের রোগীরা এই অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হবে এটা মেনে নেওয়া যায় না। যত তারাতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্সটি চালুর দাবী জানান তিনি।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রমজান আলী’র কাছে এম্বুলেন্সটির ভেতরের অংশ দেখতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন এবং স্থানীয় সংবাদকর্মীদের এ বিষয়ে কিছু না বলে তড়িঘড়ি করে কার্যালয় ত্যাগ করেন।