ফিচার

হারিয়ে যাচ্ছে বেদা

  এস এম রাফি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রাচীনকাল থেকেই কৃষি বাঙালির জীবিকার উৎস। কৃষি কাজে বহুল ব‍্যবহৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে বেদা অন‍্যতম। গ্রামগঞ্জে ইহা সবার কাছে বেদা বা হাতছেন্নি নামে সুপরিচিত। যেটি বড় সেটি বেদা আর যেটি ছোট সেটি হাতছেন্নি। এটি সাধারণত সরল যন্ত্র। আজ থেকে প্রায় ২০ বছর আগে এই যন্ত্রটির ব‍্যাপক ব‍্যবহার ছিল।

কিন্তু এখন বিলুপ্তির পথে। উপকরণ একটি কাঠের দন্ডে ১টি ঈশ, ১টি পোকা/মুটিয়া ও ১১/৯/১৪টি দ্বার বিশিষ্ট এই যন্ত্রটি র্নিমিত ।

শাহবাজার উচ্চ বিদ‍্যালয়ের কৃষি শিক্ষক খোরশেদ আলম বলেন, একটি বাঁশের দন্ড দিয়ে এই যন্ত্রটি দ্বারা কাজ করা হয়। যন্ত্রটি অতিরিক্ত অবাঞ্চিত গাছ ও আগাছা নিধন করে। হস্ত অথবা গরু/মহিষ দিয়ে এ যন্ত্রটি চালানো হয়।
বেদা দিয়ে নিড়ানির কাজ হয়। চারা পাতলা করন ও জমি চাষ হয়।

কুড়িগ্রাম সদরের (সারডোব হোলোখানা) কৃষক মনির উদ্দিন মিয়া বলেন আগে বিতরি ধান , সরিষা, ডাল,কাউন ও পাঠ ক্ষেতে শ্রমিক সাশ্রয়ের জন‍্য বেদা দেওয়া হতো।

এখন তেমনটা বেদার প্রচলন নেই বললেই চলে। কিন্তু এখনো চরঞ্চলে কাউন চাষ করলে বেদা ব‍্যবহার করা হয়।