সারাদেশ

তিস্তা নদীতে ভেসে এলো দুই যুবকের লাশ

  এস এম রাফি ৬ অক্টোবর ২০২৩ , ৫:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার সকালে একই স্থান থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ওই লাশ ভেসে এসেছে।

স্থানীয় এক বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার তিস্তা নদীতে মাছ ধরতে যান। পরে সন্ধ্যায় এক যুবকের লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে রাতেই লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। একই এলাকায় শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে আরও এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে তিস্তা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

একই স্থান থেকে শুক্রবার সকালে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ভারতের নাগরিক। লাশ পানির স্রোতে ভেসে এসেছে। স্থানীয় জনগণ মাছ ধরতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেন।