সারাদেশ

সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে চালিয়ে দেয় -জিএম কাদের

  এস এম রাফি ৬ অক্টোবর ২০২৩ , ৯:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সরকার জনগণের বাক স্বাধীনতা নষ্ট করছেন। সরকারের সমালোচনা করলে সেই সমালোচনাকে রাষ্ট্রদ্রোহী বলে চালিয়ে দেয় এই সরকার। এটাই হলো গণতন্ত্রহীনতার লক্ষণ। গণতন্ত্র মানে জনগণ দেশের মালিক আর সরকার হলো জনগণের তত্ত্বাবধায়ক। এমনটাই মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে সরকারী দল শুধু গণতন্ত্রকে ধ্বংস নয়, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বর্তমান সরকার। এই সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার। আজ সন্ধ্যায় নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সামনের দিনে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে তারপরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করে নাই। তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। রুখে দাড়াতে চাই। তিনি আরও বলেন, সরকার উন্নয়নের নামে কিছু কিছু অকেজো প্রকল্প বাস্তবায়ন করছেন, যা থেকে মানুষের কিডনী, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এসমস্ত নষ্ট হতে দিতে পারি না।
শুক্রবার বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জিএম কাদের। এসময় জাপা আহ্বায়ক এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা,কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান আদেলুর রহমান আদেল এমপি, কেন্দ্রীয় ছাত্র সমাজের সভাপতি আব্দুল্লা আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।