এস এম রাফি ৮ অক্টোবর ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমরা নবী (সা.) এর প্রতি আনুগত্য ও অকৃত্রিম মুহব্বত প্রকাশের জন্য যেসব মাহফিলের আয়োজন করি এবং জমায়েত হই, তন্মধ্যে মাহফিলে মীলাদুন্নবী (সা.) অন্যতম। এ মাহফিল নবীজী (সা.) এর প্রতি মুহব্বত প্রকাশের শ্রেষ্ঠতম আয়োজন। রাসূল (সা.) আমাদের জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই মহান নিয়ামতের শুকরিয়া প্রকাশের এ মাহফিল আমাদের সকলকে এক করতে বিরাট ভূমিকা রাখে; নবীজি (সা.) এর সুমহান আদর্শে উজ্জীবিত হতে আমাদের প্রেরণা যোগায়।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ পরিসরে মীলাদুন্নবী (সা.)-কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানাদি আয়োজিত হচ্ছে উৎসাহ-উদ্দীপনায়। যা এই মহৎ উপলক্ষের মকবুলিয়াতের জানান দেয়।ছোটখাটো মতভিন্নতা ভুলে ঐক্যের স্লোগানে মুবারক র্যালি ও আলোচনায় জমায়েত হওয়ার আহবান জানায়। আমরা নবীজি (সা.) এর প্রতি অকৃত্রিম মুহব্বত প্রকাশে এসব মহৎ আয়োজনে সব ভেদাভেদ ভুলে গিয়ে অংশগ্রহণ করবো।
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ও লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার যৌথ উদ্যোগে ‘মুবারক র্যালি’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ অক্টোবর ২০২৩, শনিবার, বাদ যুহর ছাতকের পালপুর জালালিয়া আলিম মাদরাসা থেকে র্যালিটি বের হয়ে দোলারবাজার আমির শাদীমহলে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
ছাতক (দক্ষিণ) উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আবু হানিফার সভাপতিত্বে ও তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলার সহ-সাধারণ সম্পাদক সায়েম মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার সভাপতি মো. মুহাইমিনুল হক।
তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলার সভাপতি তারেক আহমদ রাজুর স্বাগত বক্তব্যে সূচিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আ.ন.ম আব্বাস আলী, লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গফুর, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি হাফিয ফজলুর রহমান, ছাতক (দক্ষিণ) উপজেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ, ছাতক (দক্ষিণ) উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা নজরুল হক, সমাজকল্যাণ সম্পাদক সেলিম আহমদ, সদস্য শাহাদাত হোসেন, আমির আলী, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সহ-সভাপতি বেলাল আহমদ, হাসান মাহবুব, বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুলফিকার আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নুমান, সহ-প্রচার সম্পাদক ফয়সল আহমদ, অর্থ সম্পাদক আল আমিন, সহ-অফিস সম্পাদক আফিজ মিয়া, আতাউর রহমান, রেদওয়ান আহমদ চৌধুরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক কয়েছ আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী হোসেন, বেলাল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ মিয়া, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দীন,সদস্য সালাহ উদ্দীন ওমর আলী, এম শাহের আলম,মালেক উদ্দীন, রাফি উদ্দীন ইসহাক প্রমুখ।