জাতীয়

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি: আইনমন্ত্রী

  এস এম রাফি ১১ অক্টোবর ২০২৩ , ৭:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ নিয়েও কোনো কথা হয়নি বলে জানান আইনমন্ত্রী।

বুধবার দুপুরে সচিবালয়ে মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বর্তমান সরকার অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন আলোচনা হয়নি মার্কিন প্রতিনিধিদলের সাথে।

আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের কি পার্থক্য আছে তা জানতে চায় প্রতিনিধি দল।

নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে, এজন্য যা যা করার দরকার সরকার সেটা করছে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করার কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হবে কিনা, এ বিষয়ে মার্কিন প্রতিনিধি দল কিছু জিজ্ঞেস করেনি।

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। কারো নির্বাচনে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার।