এস এম রাফি ১৩ অক্টোবর ২০২৩ , ৫:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া ইউথ-সোশ্যাল ডেভেলপমেন্ট কেওয়াইএসডিও সংস্থার নিজস্ব তহবিল থেকে খোপাতী গ্রামে এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুক্রবার সকাল ১১ টায় আর্থিক সহায়তা দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. শামসুল আলম, নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোস্তাক আহমেদ লাকু এবং সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা।
গত ১২ অক্টোবর ২০২৩খ্রি. সন্ধ্যায় কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের খোপাতী পশ্চিম পাড়ায় এক দরিদ্র পরিবারের আবাসস্থলে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে ওই দরিদ্র পরিবারের ২টি ঘর, ৭টি ছাগল, সহ ১টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও বাড়ির স্থায়ী অনেক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা।
সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।