সারাদেশ

কাউনিয়ায় মসজিদ থেকে ব্যাটারিচালিত রিক্সা চুরি

  এস এম রাফি ১৩ অক্টোবর ২০২৩ , ৫:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া উপজেলা জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মিশুক গাড়ি হারালেন শহিদুল ইসলাম নামে হতদরিদ্র এক ব্যক্তি।
টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা হরফের তেপতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র শহিদুল ইসলাম তার মিশুক গাড়ি টি উপজেলা মসজিদের সামনে জুম্মার নামাজ আদায় করতে প্রবেশ করে। শুধু ফরজ ২ রাকাত নামাজ পরে বের হয়ে দেখেন তার মিশুক গাড়ি টি চুরি হয়ে গেছে। গাড়ি চুরি হয়ে যাওয়ায় শহিদুল হাউমাউ করে কাঁদতে থাকে। সে ঋন করে কয়েক দিন আগে ৬৪ হাজার টাকা দিয়ে মিশুক গাড়ি টি কিনে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে আসছিল।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন মিশুক গাড়ি চুরি যাওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি সিসি টিভি ফুটেজ দেখে চোর শনাক্ত সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।