সারাদেশ

অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত সংবর্ধনা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলামকে চিলমারী মডেল থানার পক্ষ হতে বদলিজনিত সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চিলমারী মডেল থানায় এ বদলি জনিত সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার ওসি নাসমুজ সাকিব সজীব, উলিপুর থানার ওসি জিল্লুর রহমান, নৌ থানার ওসি ইমতিয়াজ কবির প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, পুলিশ সব সময় জনগণের সঙে মিশে কাজ করেন। পুলিশ চাকরি নয় এটি সেবা। থানাকে সেবা প্রদান হিসেবে গড়ে তুলতে হবে।এরপর তিনি সকল সহকর্মীদের সুস্থতা কামনা করেন।

এর আগে তিনি ২০২২ সালে উলিপুর সার্কেল হিসেবে যোগদান করে এবং সবশেষ চলতি বছরের ৮ ডিসেম্বর বদলী হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) যোগদান করবেন।