জাতীয়

অ্যাপসে মিলবে বিমানের টিকেট

  এস এম রাফি ২৯ ডিসেম্বর ২০২২ , ৪:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

যাত্রীসেবার আধুনিকায়নে নতুন আঙ্গিকে মোবাইল অ্যাপস ও লয়্যালটি ক্লাবের উদ্বোধন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বুধবার (৪ জানুয়ারি) বিমানের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাইল অ্যাপস ও লয়্যালটি ক্লাবের উদ্বোধন করা হবে।

অ্যাপসের মাধ্যমে বিমানের যাত্রীরা টিকেট ক্রয়ের পাশাপাশি ফ্লাইট-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যেমন—ফ্লাইট স্ট্যাটাস, শিডিউল ইত্যাদি খুব সহজেই জানতে পারবেন। এছাড়া লয়্যালটি ক্লাবের সদস্যরা নানা সুবিধা পাবেন।

গুগল প্লে-স্টোর অথবা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে ‘বিমান’ নামের অ্যাপটি ডাউনলোড করে যাত্রীরা নিজেই বিমানের সব গন্তব্যের টিকেট ক্রয় করতে পারবেন। বিকাশ বা রকেট অথবা ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জানানো হয়, নতুন (বিমান) অ্যাপ ছাড়া বর্তমানে বিমানের কোনো অ্যাপ প্রচলিত নেই, তাই বিমানের নামে প্রচলিত অন্যান্য অ্যাপের বিষয়ে বিমান কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিমান লয়্যালটি ক্লাবের মাধ্যমে যাত্রীরা বিমানের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের মাধ্যমে যে মাইলেজ পাবেন, তা ব্যবহার করে রিওয়ার্ড টিকেট, সিট আপগ্রেডেশন, এক্সেস ব্যাগেজ সুবিধাসহ লাউঞ্জ ব্যবহারের সুবিধাসমূহ পাওয়া যাবে। গোল্ড ও সিলভার স্তরের সদস্যরা বিমানের একই ফ্লাইটে ভ্রমণকারী একজন সফরসঙ্গীসহ লাউঞ্জ ব্যবহার ও বিভিন্ন সুবিধা পাবেন।

বিমান লয়্যালটি ক্লাবের সাবেক সদস্যদের বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) গিয়ে লয়্যালটি ক্লাব অপশন থেকে সাইন আপ করে বিদ্যমান ই-মেইল আইডি ব্যবহারের মাধ্যমে পাসওয়ার্ড আপডেট করে নিতে হবে। অন্যদিকে লয়্যালটি ক্লাবের নতুন সদস্য হওয়ার জন্য যাত্রীদের বিমানের ওয়েবসাইটের লয়্যালটি ক্লাব অপশনে যেয়ে Become a Member অপশনে প্রবেশ করে ই-মেইল ও নিজের ইচ্ছানুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর ইমেইলে প্রাপ্ত ওটিপি কোড দিয়ে ভেরিফাই করলেই একটি মেম্বারশিপ নম্বর পাওয়া যাবে। এটি পরবর্তীতে টিকেট ক্রয়ের সময় ব্যবহার করলে মাইলেজ জমা হবে। ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ভার্চুয়াল কার্ডে মাইলেজ জমা হবে, তবে কোনো মাইলেজ জমা না হলে বিমানের ওয়েবসাইট থেকে তা জমা করার জন্য আবেদন করা যাবে। বিমানের ওয়েবসাইটে থাকা লয়্যালটি ক্লাব অপশন থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট ও কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ থেকে যাত্রীরা যোগাযোগের মাধ্যমে সেবা নিতে পারবেন।