রাজনীতি

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির

  অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৩ , ৬:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চলমান সরকাবিরোধী আন্দোলনে এবার পঞ্চম দফায় আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি, নেতাকর্মীদের হত্যা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হলো। সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

চতুর্থ দফার মতো পঞ্চম দফায়ও অবরোধের বিকল্প হিসেবে হরতালের বিষয়টি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ফের অবরোধের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। বর্তমান পরিস্থিতিতে অবরোধকে বেশি কার্যকর বলে মনে করছে দলটি।

গতকাল রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে, যা আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।