চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ১২:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র শ্রমিক দিয়ে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ছেলের বসত বাড়িতে মাটি ভরাট করার অভিযোগ ওঠেছে। ব্যক্তিগত ভাবে কেউ কাজ করে থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত দুদিন ধরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের ছেলে আশরাফুলের বাড়িতে ইজিপিপি’র প্রায় একশ শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ করছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র কাজ শুরু হয় ১২ নভেম্বর যা চলবে আগামী জানুয়ারী মাসের ৭ তারিখ পর্যন্ত। এই কর্মসূচীর আওতায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নে ৪৪২জন শ্রমিক কাজ করে। সরকারী এবং জনহিতকর কাজের জন্য প্রকল্প তৈরী করে অগ্রাধিকার ভিত্তিতে সে কাজ করার লক্ষ্যে ইজিপিপি প্রকল্প দেয়া হয়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে অষ্টমীরচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের ছেলে আশরাফুলের বাড়ীতে (মুদাফৎ কালিকাপুর এলাকায়) ইজিপিপি’র শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ করানোর অভিযোগ উঠেছে।
ইউনিয়নের ২নং মুদাফৎ কালিকাপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হালিম জানান, চেয়ারম্যানের ছেলের বাড়ীর সামনের রাস্তায় ভেঙ্গে যাওয়ার ইজিপিপি’র ৮০ জন শ্রমিক দিয়ে সামান্য মাটি ভরাট করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র শ্রমিক দিয়ে কাহারো ব্যাক্তিগত বাড়ী মাটি ভরাটের কোন সুযোগ নেই। এ কাজ করা সুযোগ নেই, কেউ ফাঁকি দিয়ে এরকম কাজ করলে তা অনিয়ম।
অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান মো.সোহরাব হোসেনের মাঠে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র শ্রমিক দিয়ে চেয়াম্যানের বাড়ীতে মাটি ভরাটের বিষয়টি শুনেছি, দ্রুত ব্যবস্থা নিচ্ছি।