সদরুল আইন, স্টাফ রিপোর্টার ২৫ নভেম্বর ২০২৩ , ১০:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরায় বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সন্ধ্যা ৭টার পর উত্তরার আজমপুর ও হাউসবিল্ডিংয়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাউজবিল্ডিং মোড়ে হঠাৎ করে ঢাকা মেট্রো-ব ১১-৬২৬৩ নম্বরের বিআরটিসি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা।
পরে ফায়ার সার্ভিস আসার আগেই বাসের লোকজন পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাসটি মেট্রোরেলের যাত্রীদের হাউজবিল্ডিং থেকে দিয়াবাড়িতে আনা নেওয়া করতো।
তারা বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দিয়াবাড়ি থেকে হাউজবিল্ডিং এলাকায় বিআরটিসি বাসটি যাত্রী নামিয়ে মোড় ঘুরানোর সময় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
পরে বাসের লোকজনই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কয়েকটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’