ইউনুস আলী,উলিপুর প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ৬:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদল নেতা আশরাফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
আজ রবিবার সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল উলিপুর উপজেলা বিএনপি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মিয়া এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশীদ, ,যুবদলের আহবায়ক তৌফিকুর ইসলাম লাভলু, যুগ্নআহবায়ক এরশাদুর নবী নয়ন এবং পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীর প্রমুখ।
বক্তাগন পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম হত্যা কারীদের দ্রুত গ্ৰেফতার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান ।
উল্লেখ্য উলিপুর থানা চত্বরের অদূরে শুক্রবার রাতে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত হন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।