সারাদেশ

উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  ইউনুস আলী,উলিপুর প্রতিনিধি ১৩ জুন ২০২৪ , ৯:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। প্রভাষক আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, প্রভাষক স ম আল মামুন সবুজ প্রমূখ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৩৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।