সারাদেশ

উলিপুরে ব‌কেয়া মজু‌রির দা‌বি‌তে শ্রমিক‌দের বি‌ক্ষোভ

  স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ৭ ডিসেম্বর ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌কেয়া মজু‌রির দা‌বি‌তে বিক্ষোভ ক‌রে‌ছেন ইজি‌পি‌পি(প্লাস) প্রক‌ল্পের শ্রমিকরা। বৃহস্প‌তিবার (৭‌ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে এ কর্মসূ‌চি পালন ক‌রেন অ‌তিদ‌রিদ্র শ্রমিকরা। এ সময় প্রায় দুই হাজার শ্রমিক শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত্ব‌রে অবস্থান নেন। প‌রে ব‌কেয়া মজু‌রি আদা‌য়ের জন‌্য উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমা‌নের বরাবর লি‌খিত আবেদন ক‌রেন।

জানা গে‌ছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩‌টি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রক‌ল্পে ৫০৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চল‌তি বছ‌রের ১৮ ফেব্রুয়া‌রি থে‌কে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন তারা। দৈ‌নিক ৪০০টাকা মজু‌রি‌তে এ প্রক‌ল্পের মাধ‌্যমে দুই দফায় ১১০‌দিন কাজ করার কথা থাক‌লেও তা করা হ‌য় ৭৭ দিন। আবার কোন ইউনিয়‌নে এর কম-‌বে‌শিও হয়ে‌ছে। কিন্তু শ্রমিকরা মজুরি পান মাত্র ৪৬ দি‌নের‌ ১৮ হাজার ৪০০ টাকা। কিন্তু ৬ মাস পে‌রি‌য়ে গে‌লেও ব‌কেয়া টাকা পান‌নি তারা।

শ্রমিক নুরুজ্জামান মিয়া, শাহাজাহান আলী, আব্দুল বা‌তেন, মহুবর রহমানসহ ক‌য়েকজন জানান, ইজি‌পি‌পি প্লাস প্রক‌ল্পে আমার ৫০৭১ জন শ্রমিক কাজ ক‌রে‌ছি। কিন্তু ১৮৫০০ হাজার টাকা দেওয়া হ‌লেও এখনও প্রায় ১৪০০০ হাজার ব‌কেয়া র‌য়ে‌ছে। চেয়ারম‌্যান-মেম্বার‌দের বার বার বলা হ‌লেও তারা টাকার কোন সুরাহা কর‌ছে না। ফ‌লে বাধ‌্য হ‌য়ে আমরা বি‌ক্ষো‌ভ কর‌তে‌ছি।

সাজু মিয়া, আবু তা‌লেব জানান, সপ্তা‌হে বৃহস্প‌তিবার ও শুক্রকার কাজ বন্ধ থাকার নিয়ম থাক‌লেও আমা‌দের দি‌য়ে বৃহস্প‌তিবারও কাজ ক‌রে নেওয়া হ‌য়ে‌ছে। কিন্তু আমরা স‌ঠিক মজু‌রি পাইনি। নির্বাচ‌নের আগে তারা তা‌দের ব‌কেয়া মজু‌রির দা‌বি ক‌রেন।

উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা ব‌লেন, ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে বিষয়‌টি সুরাহা করা হ‌বে।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান ব‌লেন, তারা (শ্রমিক) আমার কা‌ছে আস‌ছিলেন, আমি তা‌দের সা‌থে কথা ব‌লে‌ছি। গত অর্থ বছ‌রে শ্রমিক‌দের তা‌লিকা সং‌যোজন বি‌য়োজন করার ফ‌লে এ প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।