উলিপুর প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৯:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।” গন্য করি সবাইকে,বাদ রাখিনা কাউকে ” এই প্রতিপাদ্য ধারন করে অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে একটি র্যালী বাহির হয়ে মধ্য বাজার লাইন ক্রসিং থেকে ফিরে পরিবার পরিকল্পনা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা পরিবার পরিকল্পনার যৌথ আয়োজনে,বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটি সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আমিন,বক্তব্য রাখেন ডাঃ মোঃ আসাদুজ্জামান সজীব,
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলী, সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী,সহকারী ফোকাল পার্সন সুনীল দাশ প্রমুখ।