সারাদেশ

উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন

  ইউনুস আলী,উলিপুর ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা।”এ স্লোগানকে আদলে নিয়ে আজ ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে শুভ উদ্বোধন হলো ২৮তম উলিপুর বই মেলা। উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের নব-নির্বাচিত এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ৭ দিনব্যাপি ২৮তম উলিপুর বই মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।এরপর আনুষ্ঠানিক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর উদ্ভোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদ্ভোধনী আলোচনা সভায় ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য নাট্যকার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন,ফ্রেন্ডস ফেয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জুলফিকার আলী (সেনা)।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, বি,এম,এ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: লোকমান হাকীম, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উলিপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স,ম আল মামুন সবুজ।
উলিপুর বই মেলায় জাতীয় পর্যায়ের কয়েকটি প্রকাশনীর স্টলসহ প্রায় ২৮ টি স্টল রয়েছে।

রংপুর বিভাগের ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপি উলিপুর বই মেলার দৈনন্দিনের আয়োজনে থাকছে, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতা ও প্রতিদিনের রাতের আয়োজনে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাটক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়ত জন্মে বিবর্তনের অংকুর” এমন বাক্যকে অন্তরে লালন ও ধারণ করে মেলা চত্বরে প্রতিদিনের আয়োজনে থাকছে, বাঙালীর মুক্তি সংগ্রামের চলচিত্র প্রদর্শনী।

২৮তম উলিপুর বই মেলা পরিচালনা কমিটি’র সমন্বয়কারী জিয়ন রায়হান উদ্ভোধনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।