বিবিধ

কাউনিয়া আরিফা ফুট প্রোডাক্টসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধি সমাবেশ

  এস এম রাফি ২০ জানুয়ারি ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে আরিফা ফুড প্রোডাক্টস চমক এর ৬বছর পূর্তি উপলক্ষে সুধি সমাবেশ গত শুক্রবার প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশ ও আলোচনা সভা প্রতিষ্ঠান প্রোপাইটরের পিতা মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএসটিআই রংপুর এর প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ আসমা বেগম আখি, সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে আরিফা ফুড প্রোডাক্টস এর উত্তর উত্তর উন্নতি কামনা করে দোয়া করা হয়