এস এম রাফি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ- কাউনিয়া বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে সূর্যদয়ের সাথে সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম,শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়। মঙ্গলবার নতুন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম কোম্পানি কমান্ডার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রাণী, সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি, তানজিন সুলতানা সহকারী শিক্ষক অভয় চন্দ্র বর্মন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমূখ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।