বিবিধ

কাউনিয়া মধুপুর রোডে বাগদাদ মার্কেটের রাস্তার ঝুকিপূর্ণ গাছ থাকায় দুর্ঘটনার আশঙ্কা

  Editor ২৫ ডিসেম্বর ২০২২ , ৭:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার গালস্ স্কুল মোড়ের বাগদাদ মার্কেটের সামনে মধুপুর রোডের ধারে ঝুঁকি পূর্ন রেইনট্রি গাছ টি অনেক মানুষের প্রাণ হানির কারণ হয়ে পড়েছে।

বাগদাদ মার্কেটের ৭/৮ টি দোকানের উপর এ গাছ টি ডালপালা বিস্তার লাভ করে হেলে ছড়িয়ে ছিটিয়ে আছে। সামান্য ঝড় বৃষ্টিতে গাছের ডাল দোকানের উপর ভেঙ্গে পড়ে। যে কোন মূর্হতে গাছটি উপরে পড়ে দোকান ঘর সহ জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। মার্কেটের ব্যবসায়ী দোকান মালিক সহ পথচারীরা গাছটি কাল বৈশাখী ঝড়ের পূর্বে অপসারণ করার দাবী জানিয়েছেন। এব্যাপারে পথচারী শফিকুল ইসলাম জানান গাছটি অনেক দিন থেকে ঝুঁকিপৃর্ণ থাকায় যে কোন সময় গাছটি উপড়ে পড়ে জানমালের ক্ষতি হতে পারে এমত অবস্থায় গাছটি দ্রুত অপসারণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।