এস এম রাফি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ায় সেচ্ছাসেবী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে ডায়াবেটিস ও কিডনী রোগ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে কাউনিয়া থানা চত্বরে প্রায় শতাধিক লোকের ডায়াবেটিস ও কিডনী রোগ পরীক্ষা ও সচেতনতা মুলক আলোচানা সভায়
অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান বায়োকেমিস্ট আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানা অফিসার ইনর্চাজ মোন্তাছের বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী
এছাড়া অরোও উপস্থিত ছিলেন মেঘনা ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক ও অরবিট ফাউন্ডেশনের সদস্য জামিনুর রহমান, হরিচরণ লস্কর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম, অরবিট ফাউন্ডেশনের সদস্য রুহুল আমীন দুলু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রামের গরীব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে অরবিট ফাউন্ডেশনে সদস্য ফরম পুরনের মাধ্যমে সল্পমূল্যে যাবতীয় চিকিৎসা সেবা নিতে পারবেন।