সারাদেশ

কাউনিয়ায় আগুনে পুড়লো ৯ টি বসত ঘর

  জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় আগুনে পুড়ে ৫ টি পরিবারের ৯টি বসতঘর ভস্মীভূত হয়েছে গেছে। উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা পরিবার টি। স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে খোদ্দ ভুতছাড়া গ্রামের পশু চিকিৎসক মোকছেদ আলীর রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ডাঃ আব্দুল মালেকের ২ টি তার ভাই খবির উদ্দিনের ২টি,মফিজুল ইসলামের ২ টি মোকছেদ আলীর ২ টি ও ওমর ফারুকের ১ টি ঘর সহ ৫ পরিবারের মোট ৯ টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র,বই খাতা, হাঁস-মুরগী, কবুতর,ধান চাল সহ ৫ টি পরিবারের ৯টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।

ক্ষতিগ্রস্থ পশু চিকিৎসক মোকসেদ আলী বলেন, তিনি রাতে বিকট শব্দ শুনে বের হয়ে দেখতে পান তার রান্না ঘরে আগুন জ্বলছে । মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোনো মতে স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে।

কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন,খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।