বিবিধ

কাউনিয়ায় জামাত শিবিরের ব্যক্তিকে আওয়ামীলীগের সভাপতি করায় ৯০দশকের ছাত্রলীগ নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন

  এস এম রাফি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামীলীগ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন কমিটিতে জামাত শিবির এবং টাকার বিনিময়ে পদ দেয়ার প্রতিবাদে ৯০ দশকের ছাত্রলীগের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করেছে।
সোমবার সকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান দলীয় প্রতীক নিয়ে শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে তিনি ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে নিজের আত্মীয় স্বজনদের দলীয় পদ দিয়েছেন। যদিও কোথাও অন্য লোক পদ পেয়ে থাকে তাহলে সেটা টাকার বিনিময়ে। সম্প্রতি তিনি উপজেলার ৬টি ইউনিয়ন কমিটির সভাপতি- সম্পাদকের নাম গভীর রাতে ফেসবুকে পোষ্ট করেছেন। সেই কমিটিতে তিনি শহীদবাগ ইউনিয়নের ত্যাগী নেতাকে মূল্যায়ন না করে তার নিজের ভাই মো: আব্দুর রউফ যিনি ১৯৯২ সালে কাউনিয়া কলেজ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বলেন, আব্দুর রউফের নির্যাতনের শিকার হন তৎকলীন উপজেলা ছাত্রলীগের সভাপতি মরহুম আমিনুল ইসলাম (মন্টু)। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান সেই শিবির কর্মীকে শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ দিয়েছে। যেটা দেখে প্রকৃত যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে আওয়ামীলীগ করেন তারা বিস্মীত।
লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, আব্দুল হান্নান উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদকের পদ পাবার পর থেকে নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সরকারী বেসরকারী বিভিন্ন পদে চাকুরী দিয়ে ব্যাপক অনিয়ম করেছেন। এছাড়াও তিনি নিজেই ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে থাকার সুবাদে এসব প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুরী দেখিয়ে তার ছেলে ডা: কামাল সরকারি চাকুরী করার পরেও একটি মাদ্রাসার সভাপতির পদ নিয়ে দিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে সদ্য বিলুপ্ত হওয়া বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলদার আলী বলেন, এই কমিটি যে টাকার বিনিময়ে হয়েছে তার বাস্তব প্রমান হচ্ছে বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে যাকে সাধারন সম্পাদক করা হয়েছে তার নাম ঠিক থাকলেও পিতার নামের জায়গায় কাটাকাটি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান,শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বালপাড়া শাখার সাবেক সাধারন সম্পাদক দিলদার আলী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের যুবলীগ নেতা ইউসুফ আলী প্রমুখ।