বিবিধ

কাউনিয়ায় নানা সমস্যায় জর্জরিত নাজিরদহ তালিমুল ইনসান নূরানী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ পাঠদান অব্যাহত

  এস এম রাফি ৬ মার্চ ২০২৩ , ১০:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের নিভৃত পল্লীতে অবস্থিত তালিমুল ইনসান নূরানী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংটি নানা সমস্যার মাঝেও পাঠদান সহ নানা কর্মসূচী পালন অব্যাহত রেখেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে মাদ্রাসাটি ২০১৬ সালে ২৮ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে৷ বর্তমানে মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সংখ্যা বেড়ে ৬৫ জনে দাড়িয়েছে। লিল্লাহ বোর্ডিংয়ে ৩০ থেকে ৩৫ জন ছাত্রকে দৈনিক রুটিন অনুযায়ী তিন বেলা খাবারসহ প্রয়োজনীয় বই কিতাব, ঔষধপত্র ও পোশাকের ব্যবস্থা করা হয়৷ ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার জন্য একটি শিক্ষা ভবন ও উন্নত স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজন।

মাদ্রাসাটিতে অধিকাংশ শিক্ষার্থী এতিম হওয়ায় তাদের মাদ্রাসাটির উপরে নির্ভরশীল হতে হচ্ছে।

মাওলানা এনামুল হকের প্রচেষ্ঠায় ও এলাকা বাসীর সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু পবিত্র রমজান মাসে এই মাদ্রাসার সহযোগীতার জন্য বিশেষ আবেদন জানিয়েছে মাদরাসা পরিচালনা কমিটি ৷

প্রতিষ্ঠা কালীন সময় থেকে এখন পর্যন্ত মাদ্রাসাটিতে বিনা পারিশ্রমিকে পাঠ দান করাচ্ছেন মাওলানা এনামুল হক কুতুব সহ কিছু শিক্ষক। মাওঃ এনামুল হক জানান চরাঞ্চলের এতিম বাচ্চাদের জন্য মাদরাসাটিতে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। যার ফলে আর্থিকভাবে প্রতি মাসে অনেক টাকার প্রয়োজন হয়। দিন দিন মাদ্রাসাটিতে এতিম শিশুদের সংখ্যা বাড়ার সাথে সাথে খরচও বৃদ্ধি পাচ্ছে।

চর নাজিদহ গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাদ্রাসাটি সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু চরাঞ্চলের মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করার কারণে মাদরাসাটির তেমন উন্নয়ন হচ্ছে না।

বর্তমানে মাদ্রাসাটির যে অবস্থা এভাবে চলতে থাকলে রমজান মাসে মাদ্রাসা ছেড়ে বেশির ভাগ শিক্ষার্থীকেই চলে যেতে হবে তাদের বাড়িতে। তাই সমাজের বিত্তবান দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মাদ্রাসাটির পরিচালনা কমিটি।

আর্থিকভাবে সাহায্যের জন্য আপনাদের অনুদান পাঠাতে এই নাম্বারে +8801726878642 যোগাযোগ করতে পারেন।