এস এম রাফি ২০ এপ্রিল ২০২৩ , ১১:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়ায় ‘পাশে আছি’ সামাজিক সহযোগি সংগঠনের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার তকিপল বাজারে মাসুদ সুপার মার্কেটের দোতলায় স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে সেমাই, চিনি, প্যাকেট দুধ ও সাবান বিতরণ করে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাশে আছি’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।
বক্তব্য রাখেন- কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল নাঈম বাবু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন প্রমূখ।
এবার পুরো রমজান জুড়ে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণসহ সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার গরীব,দুস্থ, অসহায় মানুষদের মধ্যে মানবিক নানা সহায়তা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে। ‘পাশে আছি’ সামাজিক সহযোগি সংগঠনের উদ্যোগ ও সাফল্যের সাধুবাদ জানিয়েছে সুধীজন।