বিবিধ

কাউনিয়ায় বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন করেন আব্দুল করিম

  এস এম রাফি ২৫ এপ্রিল ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

smart

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা টেপামধুপুর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ৫৬ বছর ধরে বিনা বেতনে প্রধান খতিবের দায়িত্ব পালন করেন টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবিএম আব্দুল করিম এমএম (হাদীস) বিএ বিএড।
মসজিদ কর্তৃপক্ষ জানান তিনি ১ জানুয়ারি ১৯৬৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সাল পযন্ত ৫৬ বছর উক্ত মসজিদের প্রধান খতিব হিসেবে অতি সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন। তিনি প্রধান খতিবের দ্বায়িত্বে থাকা কালিন কোন প্রকার সম্মানি ভাতা গ্রহন করেননি। তিনি মসজিদের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর পরামর্শে মসজিদের যাবতীয় কার্যাদি অদ্যবধি অব্যহত ছিল। অবশেষে বার্ধক্য জনিত কারণে তিনি প্রধান খতিবের দ্ধায়িত্ব থেকে অবসর গ্রহন করেন। গত শুক্রবার মসজিদ কমিটি তাকে সম্মানের সহিত বিদায় সংবর্ধনা প্রদান করে। এ সময় মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এ্যাডঃ আমজাদ হোসেন, কমিটির অন্যান্য সদস্যগণ ও বতর্মান খতিব, আলেমগণসহ, মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষে তাঁর জন্য সুস্থ্যতা কামনা ও নেক হায়াত দানের জন্য দোয়া করা হয়।