বিবিধ

কাউনিয়ায় মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

  এস এম রাফি ১০ জুন ২০২৩ , ১:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাউনিয়া উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার হলদীবাড়ি রেলগেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ে কাউনিয়া উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা তালুকদার হাসির সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.রেজেকা সুলতানা ফেন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাউনিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আখতারুজ্জামান মন্ডল, জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা জাহান স্বর্না, রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা সালেক কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ডাঃ ফেরদৌস হাসান জনি অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদিকা মহিলা দল রওশনারা আরা রত্না প্রমূখ। কর্মী সভার আগে কাউনিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।