বিবিধ

কাউনিয়ায় সপ্তম ওপেন বার্থডে ব্রীজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  এস এম রাফি ১৭ মার্চ ২০২৩ , ৪:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলার মিলন সংঘ আয়োজন করে ৭ম ওপেন বার্থডে ব্রীজ টুর্নামেন্ট -২০২৩ এর। ১৬টি টিমের অংশ গ্রহণে শুরু হয় ব্রীজ টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীরহাট মিলন সংঘের হল রুমে শফিকুল ইসলাম – অশোক কুমার বিশ্বাষ, এবং আহম্মদ আলী – কপিল উদ্দিন জুটির মধ্যে অনুষ্ঠিত হয় ওপেন বার্থডে ব্রীজ টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা শেষে আহম্মদ আলী – কপিল উদ্দিন জুটি চ্যাম্পিয়ন হয়।
পরে রাত সাড়ে ৯ টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মিলন সংঘের প্রতিষ্ঠতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক জাতীয় দলের সাবেক ফুটবলার মোসাব্বের হোসেন, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সাবেক ফুটবলার, সোনালী অতীত ক্লাব রংপুর এর সদস্য মাহবুব আলম লিকু, লালমনিরহাট জেলা অধিনায়ক আবুল কালাম আজাদ, মিলন সংঘের উপদেষ্টা আব্দুল বাতেন, সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মলিন চন্দ্র সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু নিজপাড়া ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, নিজপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভানুজা প্রসাদ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স আপ জুটির হাতে ক্রেস্ট প্রাইজমানি প্রদান করেন। সব শেষে মিলন সংঘের বার্ষিক বনভোজন এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।