এস এম রাফি ১২ জুন ২০২৩ , ৮:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদে নিয়মবহির্ভূত প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী ১ নং প্যানেল চেয়ারম্যান ৯ নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানাযায়, স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ৩৩ ধারা মতে ক্ষমতা গ্রহণের ৩০ দিনের মধ্যে নির্বাচিত সদস্যগণের মতামতের ভিত্তিতে তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। সেই ধারা অনুযায়ী উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদে ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয় ৯ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম। গত ২৬ এপ্রিল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের হলে তিনি আত্মগোপন করলে ১ নং প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। ৪ মে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসলে পুনরায় রাশেদুল ইসলাম তার স্বপদে ফিরে আসেন এবং তার কার্যক্রম পরিচালনা করেন। গত ১১ জুন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এতে করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ১নং প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম সোমবার সকালে পরিষদের দেখেন তার জায়গায় ৮ নং ওয়ার্ডের সদস্য আবু হানিফ বসে আছে। অভিযোগকারী আবুল কাশেম বলেন, স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইনের ৩৩ ধারা মতে আমি প্যানেল চেয়ারম্যান। কিন্তু ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সু কৌশলে আমাকে অবগত না করে মিটিং এর কথা বলে সদস্যগণের স্বাক্ষর নিয়ে আবু হানিফকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেছে। প্রতিকার চেয়ে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করেছি।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সচিব রনজিত চন্দ্র সরকার বলেন, নির্বাচিত চেয়ারম্যান মেম্বারগণ দায়িত্ব নেয়ার ৩০ কর্মদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার বিধান থাকলেও অদ্যাবধি আমার কাছে কোন প্রমান নাই। এমনকি ইউনিয়ন পরিষদের রেজুলেশন বইতে লিপিবদ্ধ নাই।