বিবিধ

কাউনিয়ার শহিদবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

  এস এম রাফি ১৪ মে ২০২৩ , ৯:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা রবিবার সন্ধায় শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আখতারুজ্জামান মন্ডল, আলমগীর চৌধুরী লিটন , সোহেল রানা, আতিকুল ইসলাম সোহাগ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক নাজির আহম্মেদ বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ডাঃ ফেরদৌস হাসান জনি,শহীদবাগ ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম, নূরুন নবী যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সোহাগ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। প্রধান অতিথি এমদাদুল হক ভরসা বলেন আগামী দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করা হবে।