বিবিধ

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচী পালন

  এস এম রাফি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত পদযাত্রা কর্মসূচী শনিবার বিকালে পালন করা হয়েছে।
বিএনপি হারাগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে খানসামা হাট দলীয় অফিসের সামন থেকে পদযাত্রা টি শুরু হয়ে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ বাজার অভিমূখে যায় ।
হারাগাছ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আনিছুর রহমান লাকু , বিশেষ অতিথি ছিলেন জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেন, বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নুর আলম , ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, যুবদল ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, কৃষক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি রেজাউল করিম পিয়াস,ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মোঃ মাসুদার রহমান প্রমূখ।
বিএনপি নেতৃবৃন্দ পদযাত্রা টি নিয়ে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ বাজার অভিমুখে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়।
এছাড়াও উপজেলার সবগুলো ইউনিয়নে একই ধরনের কর্মসূচী পালন করা হয়েছে।