এস এম রাফি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- ইউনিয়ন আওয়ামী লীগের সন্মেলনের প্রায় ৩ মাস পর কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের নাম দলীয় প্যাডে ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ৩১ জানুয়ারী তারিখে স্বাক্ষরিত দলীয় প্যাডে আওয়ামী লীগের ৬ ইউনিয়নের আংশিক কমিটির নাম ঘোষণা করে। এতে ১ নং সারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন মোঃ বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ২নং হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন মোঃ ইয়াছিন আলী বাবু ও সাধারণ সম্পাদক মোঃ মেনাজ উদ্দিন ৩ নং কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন ৪ নং শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন মোঃ আব্দুর রউফ মিয়া ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল কুমার চক্রবর্তী ৫ নং বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন মোঃ আনছার আলী ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান ৬ নং টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মামুনর রশিদ চাঁন।
আওয়ামী লীগ উপজেলা শাখার সহসভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল বলেন নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের ৬ ইউনিয়নের নব ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আওয়ামী লীগ উপজেলা শাখার কাছে কমিটি জমা দিবেন।