এস এম রাফি ২০ জুন ২০২৩ , ২:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির মধ্যে অন্তর্ভূক্তিমূলক শিক্ষা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম উপজেলা অডিটরিয়াম ‘আলোর ভূবন’-এ অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো: শামসুল আলম, মুসলিম এইডের বাংলাদেশ অফিসের প্রকল্প প্রধান ফাদিয়া সুলতানা, মুসিলম এইড কোঅর্ডিনেটর শাহ মোঃ ওলিউল্লাহ।
বেসরকারী উন্নয়ন সংগঠন মুসলিম এইড ও ইএসডিও এই কর্মশালার আয়োজন করে। চরাঞ্চল ও নদী বিধৌত ১০টি শিক্ষা প্রতিষ্টানের দুই শতাধিক অংশগ্রহণকারী কর্মশালায় অংশ নেন।
আয়োজকরা জানান, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে চরাঞ্চল ও নদী বিধৌত এলাকার শিক্ষার্থীদের মানউন্নয়নে এই কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে একে অন্যের সমস্যা ও সমাধানের পথ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।