কুড়িগ্রাম প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে সারা দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী কুড়িগ্রাম সদর থানা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সাজু মিয়া (৩৪), নাগেশ্বরী উপজেলা নুনখাওয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তৈবুর রহমান, নাগেশ্বরী ৬ নং সন্তোষপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী (২৫), ফুলবাড়ী উপজেলা আওয়ামিলীগ কাশিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শংকর কুমার সেন (৪৮), ফুলবাড়ী শাখা ১ বং নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সমেশ উদ্দিন (৪৭) ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ আলাল উদ্দিন (৫৫) সহ মোট ০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।