বিবিধ

কুড়িগ্রামে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর্মশালা অনুষ্ঠিত

  এস এম রাফি ১ জুন ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:স্মার্ট বাংলাদেশ বিনির্মানেকুড়িগ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১লা জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, এনজিওকর্মীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা ফরিদ মোল্লা, জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

নবজাতক শিশু ও মাতৃমৃত্যুহার কমাতে এবং ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণে মনিটরিং বাড়াতে হবে।খাদ্য যাতে ভেজাল দিতে না পারে সে দিকে কঠোর নজরদারি বাড়াতে হবে।