কুড়িগ্রাম প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৫ , ৯:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এই প্রথম উন্মুক্ত কোনও ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সম্মেলন হতে যাচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
কুড়িগ্রামে দলটির কর্মী সম্মেলনে প্রথমবারের মতো কেন্দ্রীয় আমির উপস্থিত থাকছেন বলে জানা গেছে।
জেলা জামায়াত সূত্র জানায়, কর্মী সম্মেলন উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও জেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। কর্মী সম্মেলন সফল করতে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে নিয়মিত মিছিল ও শো-ডাউন করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
প্রস্তুতির অগ্রগতি দেখতে ইতোমধ্যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল পরিদর্শন করেছেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন বলেন, ‘ কুড়িগ্রামে এই প্রথম কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুধু তাই নয়, জেলায় এবারই প্রথম উন্মুক্ত কোনও ময়দানে এমন সম্মেলন আয়োজন করা সম্ভব হয়েছে। সম্মেলনে আমরা জেলার দুই লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করছি। সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি আল্লাহর রহমতে সম্মেলন সফল হবে।’
উল্লেখ্য, জেলা জামায়াতের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, শুক্রবার সকালে সম্মেলনে অংশ নেওয়ার পর জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপর জুম্মার নামাজ শেষে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে সীমান্ত কন্যা ফেলানী খাতুনের বাড়িতে যাবেন। সেখানে ফেলানীর বাবা-মায়ের সাথে তিনি সৌজন্য সাক্ষাত করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।