এস এম রাফি ৪ জুলাই ২০২৩ , ৯:৩৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক সচিব ও বিএনপি প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ন্যাশনাল পিপলস পার্টি এন পি পি’র প্রতিষ্ঠাতা সিনিয়র প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান খান দুদুর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল পাঁচটায় গাইবান্ধার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে খালেকুজ্জামান খান দুদু ফাউন্ডেশন।
সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস পার্টি এন পি পি ভাইস চেয়ারম্যান জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপি প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আক্কাস, গাইবান্ধা জেলা এনপিপি সভাপতি শরিফুল ইসলাম ডাবলু, মরহুম খালেকুজ্জামান খান দুদু’র সহধর্মিনী এন পি পি প্রেসিডিয়াম এর সিনিয়র সদস্য মর্জিনা খান আনজু, সহ গাইবান্ধার জেলার রাজনৈতিক পেশাজীবী সহ সর্বস্তরের আমন্ত্রিত নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন এনপিপি যুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স।
আলোচনা সভায় বক্তারা খালেকুজ্জামান খান দুদূর রাজনৈতিক পারিবারিক সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানসহ গাইবান্ধা জেলার ২৩ শে মার্চ ১৯৭১ পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক খালেকুজ্জামান খান দুদুর গাইবান্ধা জেলার ডেভিড কম্পানি পাড়ার বাসভবন পাকহানাদার বাহিনীর দাঁড়া পুড়িয়ে দেওয়া সহ মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় রাজনীতিতে অসামান্য অবদান এর জন্য জাতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খালেকুজ্জামান খান দুদুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে বক্তারা উল্লেখ করেন স্মৃতিচারণ করেন।
পরবর্তী দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন গাইবান্ধা মুক্তিযোদ্ধা মসজিদের ইমাম মিজানুর রহমান মিজান। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পরবর্তীতে গাইবান্ধা পৌর কবরস্থানে কবর জিয়ারত করেন তার সজনরা। এর পরে গোরস্থান মসজিদে পুনরায় দোয়া অনুষ্ঠিত হয়।